আসসালামু আলাইকুম। আমার মনে হইছে রাতে আমি বাজে স্বপ্ন দেখেছি (তবে সিউর না), আমি ঘুম থেকে উঠে আমার পোশাকে কোনো দাগ বা ভেজা পায় নাই। তাই আমি গোসল না করে পোশাক না পাল্টায়ে নামায পড়েছি। কিন্তু সন্ধ্যা বেলায় আমি আমার বিছানার চাদরে ভেজা দাগ পাইছি। সারাদিন বাইরে ছিলাম তাই আগে দেখি নাই। তবে আমি সিউর বলতে পারতেছি না এটা কিসের দাগ। এখন আমার প্রশ্ন হলো আমাকে ওই নামায আবার পড়তে হবে? আর যদি তাই হয় তাহলে আমি কি গোনাহগার হয়েছি?