হযরত মুহাম্মদ (সা:) বলেছেন যে, যদি কেউ পিতা-মাতার অমতে বিবাহ করে তবে তার বিবাহ বাতিল । আমার প্রশ্ন হল – পিতা-মাতার অমতে বিবাহ কি কোনো ভাবে বৈধ করার উপায় আছে কি না? কুরআন ও সুন্নাহ আনুযায়ী জানাবেন দয়া করে । (তাছাড়া আমার বিবাহ হয়েছে ৪ বছর আামাদের কিছু দিন পর বাচ্চা হবে)