As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 200

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 17 Aug 2006

প্রশ্ন

আস সালামু আলাইকুম। কবর জিয়ারতের সময় কুরাআন তিলাওয়াত করা জায়েজ কিনা? আমরা বাবা মার কবর জিয়ারতে গিয়ে কি পরব? সুন্নার আলোকে জানতে চাই। আল্লাহ আপনাকে উত্তম যাযা দান করুন। আমিন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কবর জিয়ারত সময় সালাম দিতে হবে। তবে সাহাবীরা কিংবা রাসূলুল্লাহ সা. কবর জিয়ারতের সময় কুরআন তেলাওয়াত করেছেন বলে কোন সহীহ হাদীসে পাওয়া যায় না। কবর জিয়ারতের সুন্নাহ সম্মত পদ্ধতি জানতে আমাদের দেয়া ৭৭ নং প্রশ্নের উত্তর দেখুন। কবর জিয়ারতের পাঁচটি দোয়া সহ বিস্তারিত জানতে দেখুন: রাহে বেলায়াত গ্রন্থের ৬০৬-৬১২ পৃষ্ঠা।