As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1998

বিবিধ

প্রকাশকাল: 20 Jul 2011

প্রশ্ন

আস সালামু আলাইকুম। প্রশ্নটা একটু বিস্তারিত, কারণ আমি চাই আপনি আমার অবস্থাটা বুঝুন। আমি আল্লাহর রহমতে হিদায়াত লাভ করি অনেক বছর আগে। যদিও মাদ্রাসায় পড়াশুনা করিনি, তবুও যথাসাধ্য চেষ্টা করি ইসলামের ইলম অনুসন্ধানের, ও সেই ইলমকে বাস্তব জীবনে কাজে লাগানোর, যাতে আমার আখিরাতটা সুন্দর হয়। সাথে সাথে আমার সহপাঠী, বন্ধু বান্ধবের অন্তরে ইসলামের নূর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি; উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর সন্তষ্টি। কিন্তু মাঝে মাঝে খুব লজ্জিত ও ফাসিক মনে হয় নিজেকে। কারণ আমি আমার সহপাঠীদেরকে বিভিন্ন কঠিন গুনাহ থেকে বেঁচে থাকতে বারবার সতর্ক করি, সেই গুনাহগুলোতে মাঝে মাঝে নিজেও জড়িয়ে যাই। কখনো ইচ্ছাকৃতভাবে নফসের ধোকায়, কখনো শয়তানের। তখন নিজের কাছেই মনে হয়, আমি বন্ধুদেরকে দাওয়াত দেই, কিন্তু নিজের পালন করি না। কতোটা পাপিষ্ঠ আমি! কী লাভ, যদি আমি অন্যদেরকে দাওয়াত দেই, আর নিজে পালন না করি। মাঝে মাঝে নির্জনে চোখের পানি ফেলি, আর রবের কাছে দুয়া করি, তিনি যেন আমার কালবকে পরিষ্কার করে দেন। কোনো গুনাহ করার পর খালিস অন্তরে তওবা করি। তওবায় কিছুদিন অটল থাকি। কিন্তু তারপর আবার যে কে সেই। নিজের কাছে মনে হয়, আমি একটা মুনাফিক। কারণ আমার কাজ দ্বারা নিফাকই পরিলক্ষিত হয়। বুক ফেটে কান্না আসে। সালাতে সিজদায় পড়ে থাকি, আর কান্না করি। রাতের বেলা আকাশের পানে চেয়ে আমার রবকে কল্পনা করি আর ভাবি, কিয়ামতের দিন এ গুনাহের ব্যাপারে কী জওয়াব দেব আমি। তবুও গুনাহ করে ফেলি। আপনারা আলেম মানুষ। আপনাদের কিছু মূল্যবান নাসিহাহ ইনশা আল্লাহ আমাকে উপকৃত করবে। কীভাবে আমি বিরত থাকবো পাপকাজ থেকে? আমার জন্য দুয়া করবেন। জাযাকাল্লাহু খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার অনুভূতি খুব ভাল। তবে গুনাহ থেকে বাঁচতে হলে আপনাকে আরো দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। মনকে শক্ত করতে হবে।সাথে দুআ তো করতেই হবে। ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। আমরা আল্লাহর কাছে দুআ করি আল্লাহ আপনাকে গুনাহমুক্ত জীবন দান করুন।