As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1993

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 Jul 2011

প্রশ্ন

আসসালামুয়া্লাইকুম, আমি যখন রাস্তায় থাকি বা কাজ শেষে বাসে থাকি, মাঝপথে মাগরিব এর আযান দেয়।বাসায় যাওয়ার পর নামাজের সময় থাকে না। ১। বাসে কীভাবে তাইমুম করে নামাজ পড়ব, জানাবেন। ২/ বাসে তাইমুম করে নামাজ পড়ার পর, কি আবার ঘরে যাওয়ার পর কাজা নামাজ পরতে হয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মাগরিবের নামাযের সময় ১ঘন্টার মত থাকে সুতরাং আপনি যদি এই সময়ের মধ্যে বাসায় যান তাহলে বাসায় এসে পড়বেন। আরেকটি বিষয় হলো আপনার যদি মাঝে মধ্যে এমন হয় তাহলে আপনি রাস্তায় বাস থেকে নেমে মাগরিব পড়ে নিবেন। তবে যদি দীর্ঘ ভ্রমন হয় তখন যাত্রার সময় বাস মাঝে বিরতি দেয়। চেষ্টা করবেন তখন নামায পড়ার জন্য। । মাগরিব শেষ ওয়াক্তে ইশার আগে পড়তে পারেন। কোন ভাবেই যদি বাসের ভিতরে ছাড়া নামায আদায় সম্ভব না হয়। তাহলে যতটা সম্ভবি ক্বিবলামুখি হয়ে সাজদা দিয়ে নামায আদায়ের চেষ্টা করবেন। ইশারা ছাড়া অন্য কোন উপায় যদি না থাকে তাহলে ইশারায় করতে পারবেন। ইশারায় নামায আদায় করলে পূণরায় পড়তে হবে বলে আলেমগণ বলেছেন। বিস্তারিত জানতে দেখুন: http://www.kalerkantho.com/print-edition/islamic-life/2016/03/18/337283
গাড়িতে নামাজ আদায় করবে কিভাবে?