As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1974

হালাল হারাম

প্রকাশকাল: 26 Jun 2011

প্রশ্ন

১/ আসসালামু আলাইকুম । আমার সার্টিফিকেটে জন্ম তারিখ প্রায় দুই বছর কমানো । এস এস সি বা জন্মসনদপত্র তৈরির সময়(সঠিক সময়টা মনে নাই) আমি জানতে পারি সবাই নাকি বয়স কমিয়ে দেয় । তখন ইসলামের অনুশাসনের মধ্যে সবকিছু ভাবা এবং আমল করার কথা চিন্তা করতে শিখি নাই । তো প্রচলিত নিয়ম মোতাবেক বয়স কমিয়ে দিয়েছি । এখন আমার অনার্স শেষ । কর্মজীবনে ঢোকার সময়। সমস্ত সার্টিফেকেটে সেই কমবয়েস-ই দেয়া আছে। এখন এতবড় মিথ্যা যেটা কি না আমি অনেক পরে এসে উপলব্ধি করতে পারলাম তার বিধান কি হবে? আমি কি সমস্ত সার্টিফিকেট পরিবর্তনের আবেদন করব? উল্লেখ্য আমার জন্ম সনদপত্রেও সেই কমানো জন্মতারিখ-ই দেয়া আছে । সমস্ত কিছু পরিবর্তন করতে গেলে একেবারে জন্মসনদপত্র থেকে শুরু করতে হবে । আমার কি করা উচিত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, উত্তর তো আপনার কাছেই আছে। আমরা মিথ্যার সাথে নেই।