আস-সালামু আলাইকুম। ভাইয়া হুন্ডি ব্যবসা কি জায়েয নাকি না জায়েয জানালে উপকৃত হবে অনেকে দীনি ভাই জায়েয বলেন বিস্তারিত জানতে চায়
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। আমরা যতদূর জানতে পেরেছে হু্ন্ডি হলো সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে অর্থ লেনদেনের একটি ব্যবস্থা। সরকারকে ফাঁকি দেয়ার কারণে এটা জায়েজ হবে না।