As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1959

হালাল হারাম

প্রকাশকাল: 11 Jun 2011

প্রশ্ন

সম্প্রতি অনলাইনে দেখলাম, কিছু কুচরিত্রের মুরগী ব্যপারীরা মরা মুরগি জবাই করে বিভিন্ন হোটেলে চালান দেয়। আমার প্রশ্ন, যেহেতু আমাদের জানার উপায় নেই হোটেলের মুরগী বা যেকোনো প্রাণির মাংস হালাল কিনা, বা আল্লাহর নামে জবাই হয়েছে কিনা; তাহলে এগুলো খাওয়ার ব্যাপারে মাসালা জানতে চাই। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।

উত্তর

বাংলাদেশের ক্ষেত্রে আমরা মনে করবো হোটেলের মুরগীগুলো হালাল। তবে আপনি নিশ্চিত হন, যে মুরগী গুলো মরা তাহলে আপনি এগুলো খেতে পারবেন না।