As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1958

নামায

প্রকাশকাল: 10 Jun 2011

প্রশ্ন

কেউ যদি ফজরের নামায আদায়ের পর টের পায় যে তার কাপরে নাপাকি ছিল তাহলে কি সেই নামায আবার আদায় করতে হবে?(ঘুমের ভিতর কি হয়েছিল সেই অবস্থা তার স্মরণ নেই, কিন্তু নামাযের পর বুঝতে পারল)

উত্তর

জ্বী, পূনরায় আদায় করতে হবে। নামাযের জন্য পবিত্রতা শর্ত। পবিত্রতা ছাড়া নামায আদায় করলে তা পূনরায় আদায় করতে হয়।