As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1956

নামায

প্রকাশকাল: 8 Jun 2011

প্রশ্ন

আমার বাড়ী গাজীপুর। থাকি ময়মনসিংহে। শ্বশুর বাড়ি দারুস সালাম(ফুরফুরা দরবারের পাশে)। গাজীপুর থেকে ফুরফুরার দূরুত্ব প্রায় ৫০ কি.মি.। এখন আমি একই দিনে যদি দারুস সালাম হয়ে ময়মনসিংহ যাই,তাহলে দারুস সালামে থাকাবস্থায় নামাযের ওয়াক্ত হলে কছর করতে হবে কি না?

উত্তর

হ্যাঁ, যদি একা একা নামায পড়েন তাহলে কসর করবেন। আর যদি মসজিদে জামাতের সাথে পড়েন তাহলে তো আর কসর করতে হবে না।