আমার বাড়ী গাজীপুর। থাকি ময়মনসিংহে। শ্বশুর বাড়ি দারুস সালাম(ফুরফুরা দরবারের পাশে)। গাজীপুর থেকে ফুরফুরার দূরুত্ব প্রায় ৫০ কি.মি.। এখন আমি একই দিনে যদি দারুস সালাম হয়ে ময়মনসিংহ যাই,তাহলে দারুস সালামে থাকাবস্থায় নামাযের ওয়াক্ত হলে কছর করতে হবে কি না?