আমাদের দেশে আহলে হাদিস মসজিদে প্রতিনিয়ত খুতবা হয় ১ ঘন্টা ১৫ মিনিট কখনো ১ ঘন্টা ৩০ মিনিট কিন্তু নামাজ হয় ৫ হতে ৭ মিনিট। এটি কি সুন্নাত সম্মত? হলে দলিলসহ জানতে চাই।
উত্তর
দুই রাকআত নামায পড়তে তো ৫-৭ মিনিটই লাগার কথা। বক্তব্য তো লম্বা হতেই পারে। সমস্য কোথায় বুঝলাম না। নামাযের ওয়াক্তের ভিতর নামায পড়লেই তো হলো।