আসসালামু আলাইকুম, নামাযে সেজদারত অবস্থায় দোয়ার অনেক ফজিলত । মনে করেন, আমি দুই রাকাত নামযে ২য় রাকাতের শেষ সেজদায় অনেক মাসনুন দোয়া করলাাম । এই সেজদা অন্যান্য সেজদার তুলনায় অনেক লম্বা হয়ে যায় । সকল সেজদার দৈর্ঘ্য সমান থাকে না । এতে কি নামাযের কোন ক্ষতি হবে । আল্লাহ প্রিয় স্যার কে জান্নাতুল ফেরদাউস দান করুক, এবং আপনাদের উত্তম প্রতিদান দান করুক। আমিন।