As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1933

অর্থনৈতিক

প্রকাশকাল: 16 May 2011

প্রশ্ন

আমার বয়স ৩২, বিবাহিত, আমার একটি পুত্রসন্তান আছে। বর্তমানে আমার বাবা অসুস্থ এই অবস্থায় আমি চাই ফ্যামিলি পরিচালনা করতে, (আমরা ৩ বোন ১ ভাই, সবাই বিবাহিত) আমরা বোনেরা তাদের স্বামীর সাথে আলাদা থাকে । আমি স্ত্রী পুত্র নিয়া বাবা মার সাথে থাকি। আমার বোন, দুলাভাই ও আমার মা চায় যে, মা ফ্যামিলি পরিচালনা করুক এবং আমি আমার বেতনের টাকা মার হাতে তুলে দেই, কিন্তু আমি চাই আমি নিজে ফ্যামিলি পরিচালনা করব। এই পরিস্থিতিতে কোনটা সঠিক?

উত্তর

আপনি আপনার বাবা-মার সাথে পরামর্শ করে পরিবার পরিচালনা করবেন এটাই ভাল।