As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1917

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 30 Apr 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার স্ত্রী গতরাতে স্বপ্ন দেখে যে, তার আবার বিবাহ হচ্ছে। একবার বিবাহ হয়েছে আবার কেন বিবাহ? একথা ভেবে সে স্বপ্নের মাঝে অনেক কান্না করেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে?উল্লেখ্য ৩ বছর আগে বাবা মারা যান। তার বাবা মারা যাওয়ার আগে সে এবং তার মা এরকম অদ্ভুত স্বপ্ন দেখতো। তার মতে সামনে কোন বড় বিপদ আছে এবং সেটা আমাকে নিয়ে। এমতাবস্থায় স্বপ্নের ব্যাখ্যা ও আমাদের করণীয় কী জানতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্বপ্ন নিয়ে ভাবা বোকার কাজ। নবীদের স্বপ্ন ওহী। আমাদরে স্বপ্ন কিছুই না। অনেক সময় মানুষ যা ভাবে স্বপ্নে তা দেখে আবার অনেক সময় শয়তান খারাপ কিছু দেখায়। সুতরাং স্বপ্ন কিছু না। তাদের বিপদের কোন শঙ্কা নেই। আপনাদের করণীয় শরয়ীতের বিধান অনুযায়ী চলা এবং আল্লাহর কাছে ভাল রাখার দুআ করা।