আস্সালামু আলাইকুম। স্যার, ১। আমাদের সমাজে হিল্লা বিয়ের প্রচলন দেখা যায়,কোরআন ও হাদীসের আলোকে এর কোন বৈধতা আছে কী? ২। জ্বীন সমন্ধে কোরআনে সূরা আছে, আবার এ দেশের অনেক বড় বড় ওলামায়ে কেরাম গণ জ্বীন পালেন,জ্বীনের সাথে কথা বলেন কাউকে আবার জ্বীনে ধরেন- কোরআন হাদীসের আলোকে এটা কতটুকু যুক্তি সম্মত?