As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1904

নামায

প্রকাশকাল: 17 Apr 2011

প্রশ্ন

যদি পরিধেয় বস্ত্রে সামান্য পরিমাণ ছেড়া-ফাটা থাকে, যার কারণে নাভি হতে হাটু পর্যন্ত অংশের(সতর) সামান্য পরিমান দেখা যায়, তাহলে কি সেটা পরিধান করে সালাত করলে সালাত কবুল হবে?

উত্তর

এমন কাপড় পরিধান করে সালাত আদায় করতে হবে যা পূর্ণ সতর কে আবৃত করে। তবে যদি কোন কারণে সামন্য পরিমাণ দেখা যায় যাকে মানুষ খারার হিসাবে মনে করে না তাহলে সালাত হয়ে যাবে। এ বিষয়ে ইবনে কুদামা হাম্বলী রাহ. বলেন, فَإِنْ انْكَشَفَ مِنْ الْعَوْرَةِ يَسِيرٌ .لَمْ تَبْطُلْ صَلَاتُهُ نَصَّ عَلَيْهِ أَحْمَدُ وَبِهِ قَالَ أَبُو حَنِيفَةَ যদি সতর সামান্য পরিমান খুলে যায় তাহলে নামায বাতিল হবে না। এমনেই বলেছেন, ইমাম আহামাদ এবং আবু হানীফা রহ.। আল-মুগনী ৩/১০। সামান্য পরিমানের ব্যাখ্যায় তিনি বলেছেন, যাকে সমাজে খারাপ মনে করা হয় না।