As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1891

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 Apr 2011

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম আমার প্রশ্ন হল আরাফার রোযার নিয়তের সাথে কেও যদি মানতের রোজার ও নিয়ত করে তাহলে হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, যে কোন একটার নিয়ত করতে হবে। হ্যাঁ, যদি এমন বলে আমি আরাফার দিন রোজা রাখার মানত করছি তাহলে এমন মানত করতে পারে।