একজন শায়েখ বলেছেন যে এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সেই কাপড়ে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে(মানে গাভীর পেশাব পবিত্র)। এখন আমার প্রশ্ন, গরু- গাভীর পেশাব কি সত্যিই পবিত্র?কোন হাদীস পাওয়া যায় এসম্পর্কে?
উত্তর
যে সব প্রাণীর গোশত হালাল তার পেশাব পবিত্র নাকি অপবিত্র এ নিয়ে বিতর্ক আছে। অনেকেই পবিত্র বলেছেন। হাদীসে রাসূলুল্লাহ সা. কিছু রোগীকে উটের পেশাব খাওয়ার জন্য বলেছিলেন। এছাড়া এই সব প্রাণী রাখার স্থানে নামায আদায় করার জন্যও তিনি বলেছিলেন। হাদীসগুলো সহীহ। হানাফী আলেমগণ ছোট পর্যায়ের নাজাসাত বলেছেন। কাপড়ের এক চতুর্থাংশে লাগলে মাফ, এর চেয়ে বেশী লাগলে নামায হবে না।