আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো –মুহতারাম আমি যেখানে বর্তমানে আছি সেখানে যে মসজিদে আমি নামায পড়ি সেই মসজিদে পার্মানেন্ট কোন ইমাম নেই — যে যখন পারে নামাযের ইমামতি করে — মাঝে মাঝে আমিও ইমামতি করি । এখন প্রশ্ন হল আমি তেমন মাসআলা-মাসায়িল জানিনা, জানার সন্ধানে আছি। ইমামতি করতে হলে কি কি বিষয় খেয়াল রাখতে হয় — সে বিষয়ে বুঝিয়ে বলবেন।