যদি ঘুমের কারণে ফজরের সালাতের সময় উঠার পর দেখি সূর্যোদয়ের সময় তখন, তাহলে কি সূর্যোদয় শেষ হওয়ার পর কাযা আদায় করবো, নাকি সূর্যোদয় চলাকালীন সময়েই আদায় করবো?
উত্তর
এ বিষয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। কেউ কেউ বলেন, ঐ সময়েই পড়বে। আবার কেউ কেউ বলেন, সূর্য উঠার পর পড়বে। হাদীসের কারণেই এই মতভেদ সৃষ্টি হয়েছে।