আসসালামু আলাইকুম… আমি আব্দুর রাজ্জাক সাহেবকে বলতে শুনেছি যে সলাত কেবল অনুমোদিত সময়ে পড়তে হবে… আর ইচ্ছা মতো সলাত পড়ার দুই জায়গা রয়েছে তা হলো জুমআর খুতবার আগে আর কাবা শরীফে… এর বাইরে দিনে রাতে মাত্র ১২ রাকাত বা ১৪ রাকাত পড়া যাবে… উনি ব্যাপারটা এমন ভাবে বলেছেন যেনো মনে হচ্ছে এই ১২ রাকাতের বাইরে আমি আরো নফল সালাত পড়লে তা বিদআত হবে…!! তাই আমি বিষয়টা নিয়ে সন্দিহান…! এখন আমার প্রশ্ন হচ্ছে যে,এই ১২ রাকাতের বাইরে সওয়াবের আশায় আরো নফল সালাত আদায় করা কি সুন্নাত সম্মত?