আসসালামু আলাইকুম ১। কুরবানির মাংস ৩ ভাগ করতে হয়। একভাগ নিজের জন্য, একভাগ গরিব মিসকিন আর একভাগ আত্মীয়দের/প্রতিবেশীর জন্য। এইটা কি সুন্নাত সম্মত? এক আলেমকে বলতে শুনেছি হাদিসে আত্মীয়ের ভাগ বলে কিছু নাই আর যেটা আছে ওইটা জাল, উনি বলেছেন ৩ ভাগ হবে এক ভাগ নিজেরা খাবে, এক ভাগ জমা রাখবে আর একভাগ গরিব মিসকিনকে দিবে। কেউ যদি ইচ্ছা করে তাইলে নিজের ভাগ থেকে আত্মীয়কে দিতে পারে। এই বিষয়ে জানতে চাচ্ছি। তাহলে কি কুরবানির মাংস আত্মীয়ের ভাগ বলে কিছু নাই?
২। আরাফাতের দিন (৯ জিলহাজ্জ) রোযা রাখতে বলেছেন রাসূল (সাঃ)। সৌদিতে যেদিন ৯ জিলহাজ্জ সেদিন আমাদের এখানে ৮ জিলহাজ্জ। এখন আমরা কবে রোযা রাখব আমাদের দেশের ৮ জিলহাজ্জ না ৯ জিলহাজ্জ? আর এবার ৯ জিলহাজ্জ আমাদের দেশে শুক্রবার এক্ষেত্রে কি করনীয়?
৩। আমাকে একজন বলেছে যে, কেউ যদি দৈনিক ১০০০ বার দরুদ শরিফ পাঠ করবে সে একদিন রাসূল (সাঃ) স্বপ্নে দেখবে। এইটা নাকি হাদিসে কুদছি। আমি এই বিষয়টা জানতে চাচ্ছি। ৪। যখন কোন শিশু জন্ম নেয় তখন তার শরীরের ১০টা অংশ আল্লাহ্ এর জিকির করতে থাকে। সে বড় হতে থাকে আর পাপ করতে থাকে এতে তার শরীরের ওই অংশগুলো আল্লাহ্ এর জিকির বন্ধ করে দেয়। সেজন্য ১০ লতিফা দিয়ে ওই অংশগুলোর আল্লাহ্ এর জিকির ফিরিয়ে আনতে হয়। এই বিষয়টার সত্যতা জানতে চাচ্ছি আর একটু বিস্তারিত আলোচনা করলে খুশি হতাম। আমার প্রশ্নে কোন ভুলত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাযাকাল্লাহ্ খাইরান