As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1858

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 Mar 2011

প্রশ্ন

কোরবানী ওয়াজীব হওয়ার নেসাবের শর্ত কি কি?ব্যাংক সেভিং একাউন্ট। ডিপিএস একাউন্ট। অন্যের কাছে পাওনা টাকা। জমি বন্ধকি বাবদ অন্যের কাছে নিজের অর্থ জমা। গৃহপালিত পশুর ক্রয় মূল্য বা বর্তমান মূল্য। গাছ-গাছালী চাষযোগ্য জমির মূল্য। বর্তমান মাসিক আয়। নিজের ও পরিবারের দৈনন্দিন খরচ ইত্যাদি হিসাব কিভাবে করা উচিৎ? এর মধ্যে কোনটা শর্তের বাইরে কোনটা শর্তের ভিতরে?

উত্তর

সকল ঋন পরিষোধ করার পর যদি আপনার কাছে সাড়ে বায়ান্ন তোলা রোপার অথবা সাড়ে সাত তোলা সোনার মূল্য পরিমান টাকা থাকে তাহলে আপনার উপর কুরবানী ওয়াজিব। গাছ-গাছালী ও জমিজমা নেসাবের অন্তর্ভূক্ত নয়।জমি বন্ধক বাবদ জমা রাখা টাকা এবং ব্যাংকে থাকা টাকা নেসাবের মধ্যে অন্তভূক্ত হবে।চাষাবাদ এবং দুধ খাওয়ান পশু বাদে অন্যান্য গৃহ পালিত পশু যেগুলো বিক্রির উদ্দেশ্যে পোষা হয় সেগুলো নেসাবের অন্তর্ভূক্ত। অন্যের কাছে পাওনা টাকাও নেসাবের অন্তর্ভূক্ত।