কোরবানী ওয়াজীব হওয়ার নেসাবের শর্ত কি কি?ব্যাংক সেভিং একাউন্ট। ডিপিএস একাউন্ট। অন্যের কাছে পাওনা টাকা। জমি বন্ধকি বাবদ অন্যের কাছে নিজের অর্থ জমা। গৃহপালিত পশুর ক্রয় মূল্য বা বর্তমান মূল্য। গাছ-গাছালী চাষযোগ্য জমির মূল্য। বর্তমান মাসিক আয়। নিজের ও পরিবারের দৈনন্দিন খরচ ইত্যাদি হিসাব কিভাবে করা উচিৎ? এর মধ্যে কোনটা শর্তের বাইরে কোনটা শর্তের ভিতরে?