As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1856

হাদীস ও উসূলুল হাদীস

প্রকাশকাল: 28 Feb 2011

প্রশ্ন

হাদিস সহি হবার জন্নে সনদ সহি হয়া বাদে আর কি কি ভাবে হাদিস সহি হই। সাহাবি, তাবেঈন, তাবে তাবেঈন এনাদের জদি কন আমল পাওয়া জাই জার হাদিস সনদ গতভাবে সহি নই। তাহলে কি সেতা সহি হয়ে জাই। আবার কুরান হাদিস থেকে বেশি বেশি নির্দেশনা পাওয়া গেলে সেতার সনদি জদি না থাক্লে, তবু সেতা সহি কি না। বিস্তারিত বলবেন দয়া করে। কন কিতাব থাক্লে বাংলাই বলবেন।

উত্তর

সাধারণ মানুষের এই আলোচনাতে যাওয়া কতটা ফলদায়ক সে বিষয়ে প্রশ্ন আছে। আপনার কোন হাদীসের সহীহ-যয়ীফ জানার ইচ্ছা থাকলে একজন ভাল আলেমের কাছ থেকে জানতে পারবেন। হাদীসে সহীহ হওয়ার জন্য শুধু সনদই যথেষ্ট নয়। আরো শর্ত লাগে যেমন, ঐ হাদীসের বক্তব্য কোন প্রসিদ্ধ হাদীসের বিপরীত হতে পারবে না।বাংলায় পরিপূর্ণ কোন কিতাব আছে কি না জানা নেই। তবে শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. লিখিত হাদীসের নামে জালিয়াতি বইয়ের ভূমিকাতে তিনি কিছুটা আলোচনা করেছেন সেটা দেখে নিতে পারেন।