হাদিস সহি হবার জন্নে সনদ সহি হয়া বাদে আর কি কি ভাবে হাদিস সহি হই। সাহাবি, তাবেঈন, তাবে তাবেঈন এনাদের জদি কন আমল পাওয়া জাই জার হাদিস সনদ গতভাবে সহি নই। তাহলে কি সেতা সহি হয়ে জাই। আবার কুরান হাদিস থেকে বেশি বেশি নির্দেশনা পাওয়া গেলে সেতার সনদি জদি না থাক্লে, তবু সেতা সহি কি না। বিস্তারিত বলবেন দয়া করে। কন কিতাব থাক্লে বাংলাই বলবেন।