আসসালামুয়ালাইকুম ভাই, আমার প্রশ্ন হল পেশাবের করে বার হয়ে আশার পর যদি মনে হয় বা নিশ্ছিত হওয়া যায় কিছু ফোটা পরেচে তাহলে কি সালাত আদায়ের আগে শুধু অই জায়গাতে পানি ছিটিয়ে দিলে হবে আমি হাদিসে পানি ছিটানর কথা পরেছি । কারন ধুএ ফেলা বলতে আশলে কি বুঝায় পুরা টা ধুয়ে ফেলা? এইটা ত সবসময় সম্ভব না আর কাপর বদলানো সবসময় সম্ভব না?