As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1849

অর্থনৈতিক

প্রকাশকাল: 21 Feb 2011

প্রশ্ন

আসসালামুআলাইকুম,যদি ধনীকারোর কুরবানির পশু হারিয়ে যায় বা মারা যায় তার কি কোন মাসালা আছে?আর গরীব কারোর কুরবানির পশু হারিয়ে যা বা মারা যায় তার মাসালা কি? জানালে খুব উপকার হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ধনী হলে পূনরায় পশু কিনে কুরবানী করতে হবে। আর গরীব হলে পূনরায় কেনা আবশ্যক নয়।