As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1845

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 Feb 2011

প্রশ্ন

আমি একজন চিকিৎসক ও হাজী । হিন্দুদেরমধ্যে আমার থাকতে হয় । অনেক হিন্দু ভাইরা আমার নিমন্ত্রণ করে । তাদের বাড়িতে খাওয়া যাবে কি?? আর পূজার চাদার জন্য আসে । চাদা দেওয়া যাবে কি?? আমাকে একটু জানাবেন প্লিজ । ।

উত্তর

হিন্দুদের বাড়িতে হিন্দুদের হাতের জবেহ করা প্রাণীর গোশত ছাড়া অন্য খাবার খাওয়া জায়েজ। তবে তাদের সাথে ভাল ব্যবহার করবেন, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাদের গ্রহণ করতে কুরআন শরীফে নিষেধ করা হয়েছে। আর পূজার চাদা দেয়া যাবে না, হারাম। কেনন এতে শিরকে সহায়তা করা হবে। আশা করি বুঝতে পেরেছেন।