As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1835

নামায

প্রকাশকাল: 7 Feb 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ১.আমাদের মসজিদ পুনঃনির্মাণ করতে যেয়ে মসজিদের ভেতরে কয়েকটা কবর পরে গেছে, এখন প্রশ্ন হলো এই মসজিদে নামায হবে কি-না?
২.এলাকার প্রভাবশালীরা মিলে মাস্তান দিয়ে ইমাম সাহেবকে বিদায় করেছে, অপরাধ তিনি মিলাদে কিয়াম করতেন না, এখন নতুন খতিব রাখছেন যিনি তাদের কথা মত চলেন আবার কিরাআতেও সমস্যা, পাঁচ ওয়াক্ত যে পড়ায় তারো একই অবস্থা। এখন প্রশ্ন হলো, বেদাতি আর সূরা ভুল পাঠকারী ইমামের পিছে নামায হবে কি-না?
৩. এক্ষেত্রে আমি কি এলাকার মসজিদ পার করে শহরের মসজিদে জুমআর নামায আদায় করতে পারবো কি-না আর বাড়িতেই ওয়াক্তিয়া নামায পড়তে পারবো কি-না? উল্লেখ্য যে, আমার বাড়ি একেবারে মসজিদের সামনে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। হ্যাঁ, নামায হবে। ২। যদি এমন ভুল পাঠ করে যার দরুন অর্থ পাল্টে যায় তাহলে তার পিছনে নাামায হবে না। ৩। এক্ষেত্রে আপনি শহরের মসজিদে জুমার জন্য যেতে পারেন এবং পাঁচ ওয়াক্ত নামাযও অন্য মসজিদে পড়বেন যেখানে ইমাম ভাল।