As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1824

নামায

প্রকাশকাল: 27 Jan 2011

প্রশ্ন

১. জামাতের শুরুতে, মানে…মাগরিবের ও আছরের জামাতের সময় যদি প্রথম ২/১ রাকাত মিস করি পরে রাফুল ইয়াদাইনসহ নামাজ শেষ করবো কিভাবে?

উত্তর

বাকী রাকআতগুলো স্বাভাবিক নিয়মে আদায় করতে হবে। যেসব রাকআত ছুটে গেছে সেসব রাকআতে যেভাবে ইমাম সাহেব কুরআন পাঠ করেছেন সেভাবে কুরআন পাঠ করবে।