As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1823

হালাল হারাম

প্রকাশকাল: 26 Jan 2011

প্রশ্ন

আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আমার স্বামীর সাথে যখন বাহিরে যাই তখন অনেককেই দেখি জেনে বা না জেনে কিছু ভুল করছে । যেমন কোন পুরুষ লোক মাটি সেছড়িয়ে লুঙ্গি বা প্যান্ট পরেছে বা অন্য কোন কিছু । তখন আমি আমার স্বামী কে বলি লোকটাকে হাদিস দ্বারা সাবধান করেন । কিন্তু আমার স্বামী তা করে না। তখন আমি বলি যে, আমি লোকটাকে সাবধান করি তাও সে অনুমতি দেয় না। তাই আমিও কিছু বলি না। স্বামী নিষেধ করা পরেও যদি কাউকে সাবধান করি তা কি জায়েজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার স্বামই যতটুকু পারে করুক, আপনার আর এর মধ্যে জড়ানোর দরকার নেই। প্রাই প্রতিটি মানুষই এরকম করে। আপনি যদি এই কাজ শুরু করেন তাহলে আপনার বাইরে যে কাজ করতে যান তা করা হবে না, শুধু সাবধানই করে যেতে হবে। এছাড়া মহিলা পুরুষকে সাবধান করতে গেলে শয়তান এখানে বিভিন্ন ফিৎনা সৃষ্টি করতে পারে।