আসসলামুআলাইকুম। হাত ও পায়ের নখ স্বাভাবিক (বড় ও ছোটর মাঝামাঝি) থাকা অবস্থায়, নকের কোণের অংশ দ্বারা ত্বক এমন ভাবে ঢাকা থাকে যে তাতে স্বাভাবিক ভাবে ওজুর সময় পানি পৌছেনা। এভাবে ওজু কি হবেনা? নাকি নখের অংশ দ্বারা ত্বক আবৃত থাকায় সেখানে পানি পৌছাতে হবেনা? আর ওজুর সময় নকের কত ভেতরে পানি পৌছানো ওয়াজিব?