As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1807

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 Jan 2011

প্রশ্ন

সুরা বাকারার ২৫৫ নং আয়াতের মাঝের অংশে বলা হয়েছে কে আছ এমন, যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? মাআরেফুল কোরআনের তাফসিরে বলা হয়েছে তবে আল্লাহর কিছু খাস বান্দা আছেন, যারা তার অনুমতি সাপেক্ষে তা করতে পারবেন, অন্যথায় নয়। এর পর রাসুল (সাঃ) এর সর্বপ্রথম সুপারিশ এর ব্যাপারে বলা হয়েছে। – এই কিছু খাস বান্দা তা করতে পারবেন সম্পর্কে জানতে চাই। তারা কারা হতে পারে? এতে কি বায়াত হওয়া / কোন ব্যাক্তি ওছিলা হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে?

উত্তর

দেখুন আল্লাহর কাছ প্রিয় এমন কোন বান্দাকে আল্লাহ সুযোগ দিতে পারেন, তার মানে এই নয় ইচ্ছা করলেই পারবে। এই বান্দারা নবী হতে পারেন কিংবা আল্লাহর প্রিয় অন্যরাও হতে পারে। এতে বায়াত হওয়ার কোন সুযোগ সৃষ্টি হয় নি। কারণ ইচ্ছা করলেই তো তারা সুপারিশ করতে পারবে না। বরং প্রচলিত বায়াতকে প্রত্যাখ্যান করা হয়েছে এই বলে যে, আল্লাহর কাছে অনুমতি ব্যতিত সুপারিশের কোন সুযোগ নেই।