As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1805

ঈমান

প্রকাশকাল: 8 Jan 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম,ইসলামে কণে দেখার নিয়ম? বর কি বিয়ের আগে কণে দেখতে পারবে হাদিস এর আলোকে /দলিল সহ জানাবেন, সীরাতুন্নবী কোন লেখক পড়বো? জাজাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিয়ের আগে বর কনেকে দেখে নিবে। তেমনি কনেও বরকে দেখে নিবে। হাদীসে এই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা আছে। নিচের হাদীসটি দেখুন: عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَأَتَاهُ رَجُلٌ فَأَخْبَرَهُ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنَ الأَنْصَارِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنَظَرْتَ إِلَيْهَا قَالَ لاَ. قَالَ فَاذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّ فِى أَعْيُنِ الأَنْصَارِ شَيْئًا সাহাবী আবু হুরায়রা রা. থেকে বর্নিত তিনি বলেন, এক ব্যক্তি মহানবীর সা. নিকট এসে বলল, আমি একজন আনসারী রমণীকে বিয়ে করতে চাচ্ছি। এ কথা শুনে মহানবী সা. বললেন, মেয়েটিকে দেখে নাও। কেননা আনসারীদের চোখে আবার সমস্যা থাকে। সহীহ মুসলিম, হাদীস নং ৩৫৫০। অন্য হাদীসে আছে, عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ أَرَادَ أَنْ يَتَزَوَّجَ امْرَأَةً ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا ، فَإِنَّهُ أَحْرَى أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا ، فَفَعَلَ ، فَتَزَوَّجَهَا আনাস ইবনে মালিক রা. বলেন, মুগিরা ইবনে শুবা রা. একজন নারীকে বিয়ের প্রস্তাব দিলেন। এটা শুনে রাসূলূল্লাহ্ সা. তাকে জিজ্ঞাস করলেন, তুমি যাও এবং তাকে দেখে নাও। তোমার এই দর্শন তোমাদের মাঝে দাম্পত্য জীবনের প্রণয়-ভালোবাসা গভীর হবার বড় সহায়ক হবে। তখন তিনি তাই করলেন এবং বিবাহ করলেন। সুনানু ইবনে মাজাহ, হাদীস নং ১৮৬৫। শায়খ শুয়াইব আর নাউত এবং শায়খ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। সীরাতুন্নাবীর জন্য আররাহীকুল মাখতুম পড়তে পারেন।