As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1793

বিবিধ

প্রকাশকাল: 27 Dec 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম… আমি উলংগ অবস্থায় গোসলের সময় ওযু সম্পর্কে জানতে চাচ্ছি…১) গোসলের শুরুতে উলংগ হয়ে লজ্জাস্থান ধুয়ে এর পর ওযু করে গোসল করলে কি ওযুসহ ফরয গোসল আদায় হয়ে যাবে? ২)যদি উলংগ অবস্থায় করা ওযু, ওযু হিসেবে কবুল না হয় তবে ফরয গোসল হবেনা… আর যদি এই ওযুতেই গোসল হয়ে যায় তাহলে এই ওযুতেও কি সলাত হবে?নাকি নতুন করে ওযু করে সলাত আদায় করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।গোসলের শুরুতে উলংগ হয়ে লজ্জাস্থান ধুয়ে এর পর ওযু করে গোসল করলে ওযুসহ ফরয গোসল আদায় হয়ে যাবে এবং এই সালাত আদায় করা যাবে নতুর করে ওযু করার প্রয়োজন নেই।