As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1786

নামায

প্রকাশকাল: 20 Dec 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম । দুঃখিত । আমার পূর্বের প্রশ্নটিতে একুটু ভূল হয়েছিল । সংশোধিত রূপ: রুকু থেকে উঠে সামিআল….দাহ বলার পরে এক তাসবিহ পরিমান দাড়িয়ে না থাকলে ও পরে সাহু সিজদাহ না দিলে স্বলাত কি বাতিল হবে নাকি মাকরুহ হবে? ইমামের এই সমস্যাটি থাকলে তাঁর পেছনে কী মুক্তাদির স্বলাত হবে? না হলে কী করা উচিত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো আবশ্যক। এক তাসবীহ পরিমাণ না হলেও সালাতের সমস্যা হবে না। সোজা হয়ে না দাঁড়িয়ে সাজদাতে গেলে বিষয়টি বিনয়ের সাথে ইমাম সাহেবকে বলতে পারেন।