আসসালামু আলাইকুম । দুঃখিত । আমার পূর্বের প্রশ্নটিতে একুটু ভূল হয়েছিল । সংশোধিত রূপ: রুকু থেকে উঠে সামিআল….দাহ বলার পরে এক তাসবিহ পরিমান দাড়িয়ে না থাকলে ও পরে সাহু সিজদাহ না দিলে স্বলাত কি বাতিল হবে নাকি মাকরুহ হবে? ইমামের এই সমস্যাটি থাকলে তাঁর পেছনে কী মুক্তাদির স্বলাত হবে? না হলে কী করা উচিত?