আস-সালামু আলাইকুম। আরও একটি প্রশ্ন, আমার সহপাঠী এক ছেলেকে আমার পছন্দ, আমাদের পরাশুনা শেষ হইছে বেশ কয় বছর আগে, গত এক বছর আগে তাকে আমি আমার পছন্দের কথা জানাই কিন্তু সে আমাকে পজিটিভ কিছু বলে নাই,, কিন্তু অবশ্যই আমি তার অযোগ্য না, আগে আমি নামাজ পরতাম না, এর পর থেকে নামাজ পড়া শুরু করসি, যখন যেখানে শুন্সি এই আমল করলে মনের আশা পুরন হয় সেই ভাবে আমল করে চেয়েছি তার সাথে যেন আমার বিয়ে হয় কিন্তু কুন লাভ হয় নি, গত এক মাস ধরে এর জন্য তাহাজ্জুদ এর নামাজ পড়তেসি, শুন্সি তাহাজ্জুদ এর নামাজ পরে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা দিয়ে দেয়, এই ধরনের আশা কি পুরন হবে, আমিতো হারাম কিছু চাই নি, তার উপর বাসায় পাত্র দেখা হলে আর কাউকেই আমার পছন্দ হয় না, অনেক সমস্যাতে আছি, বয়স ও অনেক হয়ে যাচ্ছে, মানশিক ভাবে অশান্তিতে আছি, এর জন্য প্রায় সময় খারাপ বেবহার করি অনেকের সাথে