As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1781

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 15 Dec 2010

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আরও একটি প্রশ্ন, আমার সহপাঠী এক ছেলেকে আমার পছন্দ, আমাদের পরাশুনা শেষ হইছে বেশ কয় বছর আগে, গত এক বছর আগে তাকে আমি আমার পছন্দের কথা জানাই কিন্তু সে আমাকে পজিটিভ কিছু বলে নাই,, কিন্তু অবশ্যই আমি তার অযোগ্য না, আগে আমি নামাজ পরতাম না, এর পর থেকে নামাজ পড়া শুরু করসি, যখন যেখানে শুন্সি এই আমল করলে মনের আশা পুরন হয় সেই ভাবে আমল করে চেয়েছি তার সাথে যেন আমার বিয়ে হয় কিন্তু কুন লাভ হয় নি, গত এক মাস ধরে এর জন্য তাহাজ্জুদ এর নামাজ পড়তেসি, শুন্সি তাহাজ্জুদ এর নামাজ পরে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা দিয়ে দেয়, এই ধরনের আশা কি পুরন হবে, আমিতো হারাম কিছু চাই নি, তার উপর বাসায় পাত্র দেখা হলে আর কাউকেই আমার পছন্দ হয় না, অনেক সমস্যাতে আছি, বয়স ও অনেক হয়ে যাচ্ছে, মানশিক ভাবে অশান্তিতে আছি, এর জন্য প্রায় সময় খারাপ বেবহার করি অনেকের সাথে

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পড়াশোন শেষ হওয়ার অর্থ কিন্তেু অনেক ক্ষেত্রে বিয়ের বয়স শেষ অথবা শেষ হওয়ার উপক্রম । আপনি আপনার পরিবারের মাধ্যমে ঐ ছেলের পরিবারকে প্রস্তাব দিন, যদি তারা গ্রহন করে তাহলে ভাল নতুবা আপনি আপনার পরিবারকে অন্য কোথাও বিয়ের ব্যবস্থা করতে বলেুন। সময় নিবেন না, তাহলে কিন্তু আরো বড় সমস্যাতে পড়বেন। আল্লাহর কাছে দুআ করুন একটি যোগ্য পাত্রের জন্য। মনে রাখবেন সব মানুষ সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হয় না, আপনিও নন, অন্যরাও নয়। সুতরাং সবগুণ কোন ছেলের ভিতর থাকবে এমন না ভেবে দ্রুত বিয়েতে যান। সময় খুবই কম। আল্লাহ আপনাকে ভাল রাখুন।