As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1780

ঈমান

প্রকাশকাল: 14 Dec 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম… আমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি… পড়াশুনার আলোচনা করার জন্য মাঝে মাঝে মেয়েদের সাথে কথা বলতে হয়.. কখনো সরাসরি কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে… এই কথা বলার মাধ্যমে কি আমার যেনা হবে? আমি খুব ভয়ে আছি…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এমন পড়াশোনা তো না করাই উচিৎ যে পড়াশোনার করার জন্য মেয়েদের সাথে নিয়মিত কথা বলার প্রয়োজন হয়। তাছাড়া মেয়েদের সাথে কথা বলা ছাড়াও পড়াশোনা করা যায়। কথা বলার মাধ্যমেই পরবর্তীতে আপনি গোনাহে জড়িয়ে যেতে পারেন। সুতরাং যে কোন ওযুহাতেই হোক মেয়েদের সাথে কথাবার্তা বন্ধ রাখুন। আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন।