আসসালামুআলাইকুম। আমার একটি কাপড় (প্যান্ট) এ ওয়াশরুমের পানি ছিটকে পড়ে (অনেকটা নিশ্চিত তা অপবিত্র)। ফলে আমি তা খুলে রেখে দেই এবং তা শুকিয়ে যায়। কিছুদিন পরে আমি সেই কাপড় পরে ঘুমাই এবং সেটি পরেই ফজরের নামাজের আগে ওজু করি, ওজুর পানি কাপড়টিতে লাগায় কাপড়টি কিছুটা ভেজা ভেজা হয়ে যায়। তারপর ঘরে এসে আমি নতুন পবিত্র কাপড় পরি। এখন প্রশ্ন হলো, সেই অপবিত্র কাপড়টির ভিজে যাওয়ার কারনে কী আমার শরীর অপবিত্র হয়েছে?