As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1749

হালাল হারাম

প্রকাশকাল: 13 Nov 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একটা তথ্য জেনেছি —- আমরা যে ক্যাপসুল খাই- তার উপরের আবরণটা ঔষধ কোম্পানীগুলো চিন দেশ থেকে আমদানি করে। ঐ আবরণটা শুকরের চর্বি থেকেও তৈরীই হতে পারে আবার গরুর চর্বি থেকেও হতে পারে। আমার প্রশ্ন এই ঔষধ খাওয়া জায়েজ কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমার মনে হয় এসব গুজব, ক্যাপসুলের আবরণ শুকুরের চর্বি দিয়ে হয় এটা সম্ভবত ভুল কথা। এমন হলে তো এই গুরুত্বপূর্ণ তথ্যটি বিশ্বব্যাপী মুসলিমদের জানার কথা ছিল। আপনি পরিপূর্ণ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ক্যাপসুল খেতে পারেন।