As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1748

নামায

প্রকাশকাল: 12 Nov 2010

প্রশ্ন

আসসালামুআলাইকুম। আমার প্রশ্ন আছরের সালাতের ওয়াক্ত আসলে কখন শুরু হয়? এক আহলে হাদিস ভাই বলছেন যে আমরা যে সময় আদায় করি আর অনেক পূর্বে নাকি ওয়াক্ত আরম্ভ হয় । এখন যেমন আমরা ৫ টায় পড়ি তারা ৪ টার সময় জামাত করতেছেন। এইটা কতটুকু সঠিক?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আসরের সালাতের ওয়াক্ত শুরু হওয়া নিয়ে কিছুট বিতর্ক আছে। এক্ষেত্রে সাধারণ মানুষের করণীও হলো মসজিদে যখন জামাত হয় তখন জামাতে সালাত আদায় করা।