As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1737

নামায

প্রকাশকাল: 1 Nov 2010

প্রশ্ন

সালামু আলাইকুম, আমার প্রশ্নটি হল, আমি ফজর নামাজ জামাতের সাথে পরতে জেয়ে দেখি ইমাম শাহেব ফরজ নামাজের দিতিয় রাকাতে আছেন এবং আমার মনে হইতেছে যে আমি জদি সুন্নত নামাজ পরা শুরু করি তাহলে ফরজ নামাজ ধরতে পারব না সে ক্ষেত্রে আমার কি করনিয়? ফজরের ফরজ নামাজের পর সুন্নত পরার কনো নিওম আছে নাকি? আশা করি বেপারটা ক্লিয়ার করলে উপক্রিত হবো।

উত্তর

ওয়া আলােইকুমুস সালাম। আপনি এই অবস্থায় সু্ন্নাত পড়বেন না। জামাতে শরীক হবেন। পরে সুর্য উঠার পর সুন্নাত পড়তে হাদীসে রাসূলুল্লাহ সা. নিদের্শনা দিয়েছেন। সুনানু তিরমিযী, হাদীস নং ৪২৩। শায়খ জাহাবী ও শায়খ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন।