আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। *আমি একটা ফটোকপির দোকানে কাজ করি। কম্পিউটার কম্পোজও করি। এখানে বিভিন্ন ভালো কাজের পাশাপাশি মন্দির উন্নয়নের দরখাস্ত টাইপ, পালাগানের পোষ্টার ডিজাইন, পূজার দাওয়াতপত্র, লটারি টিকেটসহ অনেককিছু ছাপাতে হয়। যা আমি করতে আমার মন থেকে সায় দেয়না। তবুও এলাকার মানুষ ফেরত দিতে পারিনা এক্ষেত্রে আমার আয় কি হালাল হবে?
*আমার কালার প্রিন্টার থাকা সত্বেও আমি ফটো প্রিন্টের কাজ করতে চাইনা। মাঝে মাঝে প্রার্থীর ছবি সহ নানা পরীক্ষার প্রবেশপত্র ছাপাতে হয়। অথবা অন্য দোকান বন্ধ থাকলে আমার নিকটাত্মীয় অথবা একান্ত কাছের মানুষগুলোর প্রয়োজনে ছবি ছাপাতে হয়। এক্ষেত্রে আমার আয় কতটা হালাল?