As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1727

নামায

প্রকাশকাল: 22 Oct 2010

প্রশ্ন

৪ রাকাত নামাজের জামাতে কয়েক রাকাত ছুটে গেলে বাকী নামাজ আদায়ের নিয়ম কি?

উত্তর

ভাই, এভাবে প্রশ্ন করলে তো উত্তর দেয়া কঠিন। আপনি নির্দিষ্ট করে লিখুন আপনি কী সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে যদি এক রাকআত না পান তাহলে আপনার করণীয় হলো ইমাম সাহেব সালাম ফিরানোর পর আপনি উঠে সূরা ফাতিহা এবং সাথে অন্য একটি সূরা পড়ে শেষ বৈঠক করে সালাম ফিরিয়ে নামায শেষ করবেন।