As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1726

বিবিধ

প্রকাশকাল: 21 Oct 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। *আমার মন শক্ত হয়ে গেছে। নিজের বিপদেও আমার কান্না আসেনা। আমি কিভাবে আল্লাহর ভয় নিয়ে কাঁদতে পারি?
*কিভাবে ইখলাসের সাথে ইবাদত করতে পারি? *কিভাবে রিয়া থেকে মুক্ত থাকতে পারি? *কিভাবে অহংকার থেকে বেঁচে থাকতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি রাসূলুল্লাহ সা. এবং সাহাবীদের জীবনী পাঠ করুন। আখেরাতের কথা, জাহান্নামের কথা বেশী বেশী স্মরন করুন। নিজেকে অন্যদের চেয়ে তুচ্ছ ভেবে আল্লাহর কাছে দুআ করতে থাকুন ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে। অনেক সময় শয়তান মনে এই ধরণের ওয়াসওসা দেয় যে, তোমার ইবাদত রিয়া হচ্ছে, ইখলাসের সাথে হচ্ছে না তাই বেশী কিছু চিন্তা না করে আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করতে থাকুন।