As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1725

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 20 Oct 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার জানার প্রয়োজন ছিল যে, ১। ইমামের পিছনে নামাজে অনেক সময় খেয়াল থাকেনা- অন্য মনষ্ক হয়ে যাই। ইমাম সালাম ফিরানোর সময় হঠাত খেয়াল হয় আমিতো তাশাহুদই পড়িনি। এখন ইমামের পিছনে নামাজে প্রথম অথবা শেষ বৈঠকে যদি তাশাহুদই পড়তে ভুলে যাই সেক্ষেত্রে আমার নামাজ কি পুনরায় পড়তে হবে? নাকি নামাজ হয়ে যাবে?
২। আমি প্রায়ই নামাজে কম বেশি সম্পর্কে সন্দেহে পড়ি কিভাবে এই সন্দেহ দূর করতে পারি?
৩। বিতরের নামাজে শেষ রাকাতে সূরা পাঠের পরে আল্লাহু আকবার দিয়ে হাত উঠাতে ও কুনুত পড়তে ভুলে গেলে কি নামাজ পুনরায় পড়তে হবে?
৪। নামাজে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে ভুলে গিয়ে রুকুতে গেলে কি নামাজের কোনো ক্ষতি হবে?
৫। আমার নামাজে সকল ভুলের ক্ষেত্রে সবচেয়ে বড় কারণ আমি নামাজে খেয়াল রাখতে পারিনা। আমি কিভাবে আমার নামাজ আরও খেয়াল দিয়ে মনোযোগের সাথে পড়তে পারি?

উত্তর

ওয়া আালাই কুমুস সালাম। ১। নামায হয়ে যাবে, তবে এটা খুবই বাজে কাজ হবে। কারণ তাশাহুদু পড়া ওয়াজিব। ২। নামাযে মনোযোগ নিয়ে আসার চেষ্টা করুন। বেশী করে আউযুবিল্লাহি মিনাশ শায়ত নিররযীম পড়ুন। ৩। সাজাদায়ে সাহু দিতে হবে। নামায শেষ করে উঠে পড়লে পূনরায় নামায পড়াই উত্তম হবে। ৪। সাজদায়ে সাহু দিতে হবে। ৫। যে কাজের যত গুরুত্ব সেই কাজে খেয়াল ততো বেশী থাকে। আমার মনে হয় আপনি নামাযকে যথাযথ গুরুত্ব দিতে পারছেন না। যথাযথ গুরুত্ব দেয়ার চেষ্টা করুন এবং আল্লাহর কাছে বেশী বেশী দুআ করুন ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে।