As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 172

সুন্নাত

প্রকাশকাল: 20 Jul 2006

প্রশ্ন

আমার প্রশ্নঃ ১। সাহাবাদের নামের শেষে আমরা রাদিয়াল্লাহু আনহু বলে দুয়া করি। এবং আগের নবিদের ক্ষেত্রে আমরা আলাইহিস সালাম বলে দুয়া করি। কিন্তু আগের নবিদের স্ত্রি বা মাতা (আসিয়া/ হাযেরা/সারাহ) ক্ষেত্রে দুয়ার জন্য কি ব্যবহার করব? রাদিয়াল্লাহু আনহু না আলাইহিস সালাম? আল্লাহ আপনাকে উত্তম বদলা দান কারুন। আমিন।

উত্তর

এক্ষেত্রে ইসলাম কোন কিছু নির্দিষ্ট করে দেয়নি। আপনার কাছে যে দোয়াটি ভাল লাগে আপনি সে দোয়াটি পড়তে পারেন। তবে সাধারণত আলাইহাস সালাম পড়া হয়।