As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1719

বিবিধ

প্রকাশকাল: 14 Oct 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম… আমি অর্থসহ কুরআন হাদিয়া করতে চাচ্ছি… কোন পাবলিকেশন্স এর টা সবচেয়ে উত্তম হবে এ ব্যাপারে যদি পরামর্শ দিতেন…কুরআন রিসার্চ ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান বের করে… ওদের থেকে হাদিয়া নেয়া কি উচিত হবে?
আমার বিশেষ প্রশ্ন হলো তাফসীর নিয়ে… আমি কুরআনের তাফসীর পড়তে চাচ্ছি বুঝে বুঝে পড়ার জন্য… কোন কোন আলেম তাফসীর লিখেছেন বা কোন কোন পাবলিকেশন্স বের করে আমি এ ব্যাপারে কিছুই জানিনা… সহী আক্বিদা সম্পন্ন আলেম এর তাফসীর পড়তে চাচ্ছি… আমি কি বাংলাদেশে বাংলায় তাফসীর পাবো..? নাকি আমাকে সৌদি আরব থেকে কিনতে হবে আর আরবি ভাষা শিখতে হবে তাফসীর বুঝার জন্য? যাজাকাল্লাহ…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শুধু অর্থসহ হলে ইসলামিক ফাউন্ডেশনেরটা দিতে পারেন। প্রকৃতপক্ষে তাফসীর বুঝে পড়তে চাইলেতো আরবী ভাষা শিখতেই হবে। তবে যারা আরবী ভাষা জানে না তারা বাংলায় অনুবাদ তাফসীরগ্রন্থগুলো পড়তে পারেন। যেমন, তাফসীরে ইবনে কাসীর, সংক্ষিপ্ত তাফসীরের জন্য তাওযীহুল কুরআন ইত্যাদি।