As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1718

বিবিধ

প্রকাশকাল: 13 Oct 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম। কেমন আছেন? কিছু প্রশ্ন ছিলঃ-১. সিজদারত অবস্থায় ২ পা অথবা ১ পা মাটি থেকে উপরে উঠে গেলে, সলাত কি ভঙ্গ হয়ে যাবে? বিশেষ করে ২ পা?
২. বিতর সলাত ৩ রাকাত পড়ার-তো অনেকগুলা নিয়ম আছে। যেমনঃ- ২ রাকাত পড়ে সালাম ফিরিয়ে আলাদা ১ রাকাত পড়া। এইখানে নিয়ত টা কেমন হবে? প্রথমে যে ২ রাকাত পড়া হল এইটা কি সুন্নত নাকি নফল নাকি বিতর সলাত? এইটার নিয়ত কি হবে? আর পরে যে ১ রাকাত আলাদা পড়া হল এইটা কি সলাত?- এইটার নিয়ত কিভাবে হবে?
৩. পাখি যদি কাপড়ে হিসু / হাকু করে দেয়, এবং তা শুকিয়ে গেলে, সেই কাপড় পড়ে কি সালাত পড়া যাবে? যদি সেই অংশটুকু ধোয়া না হয়, তাহলে কি সেইটা নাপাক হিসেবেই গণ্য হবে কি না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সাজদারত অবস্থায় কোন একমহুর্তের জন্যও যদি পা মাটিতে না লাগে তাহলে সাজদা হবে না। তবে যদি লাগে আবার উঠে যায় তাহলে সমস্যা নেই। ২। আমাদের দেশে যেভাবে সাধারণত পড়া হয়, সালাম না ফিরিয়ে সেভাবে আদায় করুন। জটিলতা থাকবে না। ৩। এই ধরণের সমস্যাতে কাপড় ধোয়ার দরকার নেই। এতে কাপড় নাপাক হয় না।