As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1712

হালাল হারাম

প্রকাশকাল: 7 Oct 2010

প্রশ্ন

শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছিলেন, যে সমস্ত খেলাধুলাইয় শরীর চর্চা হয়না মানে শুধু বসে বসে সময় নষ্ট করে আনন্দ নেয়া হয় সেসকল খেলাধুলা হারাম যেমন মোবাইল এ গেমস… এগুলা হারাম!! আমি একজন কম্পিউটার সায়েন্স এর ছাত্র… আমার গেমস খেলতে ভালো লাগে এবং বানাতেও চাই… কিন্তু যদি এই গেমস ই হারাম হয় তাহলে গেমস বানিয়ে আমার উপার্জনও হারাম হবে… আমি আমার উপার্জন হারাম পথে করতে চাইনা…পাশাপাশি আমার শিক্ষক হবার ইচ্ছা আছে…তবে কম্পিউটার সাইয়েন্সের অনেক ফিল্ড…যেকোনো দিকে আমার ভালো লাগতে পারে…যেমন ফটোশপ…ফটো এডিট করা…কিন্তু ইসলামে ছবি তুলাই হারাম যাদের জীবন আছে… তাই এ বিষয়ে পূর্ণ ধারণা জানতে চাচ্ছি…

উত্তর

আপনি কম্পিউটার বিভাগেই সচ্ছ একটি পেশা গ্রহন করুন। যেখানে হারামের কোন সন্দেহ থাকবে না। কেননা রাসূলুল্লাহ সা. বলেছেন,إِنَّ الْحَلاَلَ بَيِّنٌ وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لاَ يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِى الشُّبُهَاتِ وَقَعَ فِى الْحَرَامِ নিশ্চয় হালালকাজগুলো বলে দেয়া হয়েছে এবং হারামগুলোও বলে দেয়া হয়েছে। এই দুয়ের মাঝে আছে সন্দেহযুক্ত বিষয়। অধিকাংশ মানুষ তা জানে না। সুতরাংযে সন্দেহ থেকে বেচেঁ থাকবে সে তার ধর্ম ও সম্মানকে মুক্ত রাখবে আর যে সন্দেহের মধ্যে পতিত হবে (অর্থাৎ হালাল নাকি হারাম তা স্পষ্ট হচ্ছে না এমন সন্দেহ যুক্ত কোন কাজ করবে) সে হারাম কাজ করবে। সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৮; সহীহ বুখারী, হাদীস নং ৫২। আপনি যেগুলো বলেছেন সেগুলো আসলে সন্দেহযুক্ত বিষয়। একদিলে তাকালে জায়েজ মনে হয় আবার অন্যদিকে তাকালে না জায়েজ মনে হয়। সুতরাং আপনি সকল সন্দেযুক্ত বিষয় থেকে বিরত থাকুন। আল্লাহ আপনাকে তাওফীক দিন।