As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1704

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 Sep 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (র.) এর সব বই পড়েছি। আমি বিশ্বাস করি তিনি পুরাপুরি সুন্নতের উপর আমল করতেন। তাই আমি উনাকে অনুস্মরণ করি যেন পুরাপুরি সুন্নতের উপর চলতে পারি। তাই আমি জানতে চাই উনি কিভাবে নামায পড়তেন? ঊনি কি রাফউল ইয়াদায়ন করতেন? জোরে আমিন বলতেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তিনি সাধারণত হানাফী মাজহাব মেনে চলতেন। এগুলোে করতেন না। এমন প্রশ্ন করবেন না। প্রয়োজনে 01734717299